সৈয়দপুরে বাউস্টে নবম আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টে এমই বিভাগ চ্যাম্পিয়ন

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (বাউস্ট) আয়োজিত নবম আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা দপ্তরের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত বিশ^বিদ্যালয়ের স্পোর্টস ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করে।
গত মঙ্গলবার (২৬ আগস্ট ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উৎসব মুখর পরিবেশে ওই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বিশ^বিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ বনাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগ দল পরস্পরের মুখোমুখি হয়। টান টান উত্তেজনাপূর্ণ খেলাটি নির্ধারিত সময়ে গোল শূণ্যভাবে শেষ হয়। পরে খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে বিশ^বিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগ ৪-২ গোলে ইইই বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ
খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন এমই বিভাগের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ ইইই বিভাগের খেলোয়াড়দের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন। টুর্নামেন্টে এমই বিভাগের শিক্ষার্থী হাসিন শাহরিয়ার সেরা গোলকিপার নির্বাচিত হন। একই বিভাগের শিক্ষার্থী খালিদ হাসান সরকার ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য ফাইনাল বিবেচিত হয়েছে। অন্যদিকে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মামুন টুর্নামেন্টের সেরা গোলদাতা নির্বাচিত হন।
ট্রফি বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি বলেন, বাউস্ট সব সময় শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্ব দিয়ে থাকে। আর এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব গুণ ও দলীয় চেতনা গড়ে তোলে। ক্রীড়া কার্যক্রমের এই ধারাবাহিক আয়োজন শিক্ষার্থীদের শারীরিক, মানসিক বিকাশ, ভ্রাতৃত্ববোধ, প্রতিযোগিতামূলক মনোভাব এবং ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামীতে বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
ফাইনাল খেলা উপভোগ করতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার (এলপিআর), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহ্উদ্দিন নয়ন (অবঃ), অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মেজর নাসিম হোসেন (অবঃ), বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।