সৈয়দপুরে কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষকের বিরুদ্ধে কামারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ

নীলফামারীর সৈয়দপুরে কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের (ভারপ্রাপ্ত) আমিনুর রহমানের বিরুদ্ধে কামারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ফলদ গাছ কাটার ও রেকর্ডীয় রাস্তা দখল করে ঘর নির্মাণ অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউএনও ও উপজেলা শিক্ষা অফিসারের বরাবরে লিখিত অভিযোগ করেছেন কামারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মনিজা তুল কোবরা।
অভিযোগে জানা গেছে, নীলফামারীর সৈয়দপুর শহরের উপকন্ঠে রংপুর-সৈয়দপুর মহাসড়কের পাশে কামারপুকুর এলাকায় কামারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। ৬৯ শতক জায়গার ওপর প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টিতে বর্তমানে প্রাক প্রাথমিক শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২১০ জন শিক্ষার্র্থী অধ্যয়ন করছে। উল্লিখিত সংখ্যক শিক্ষার্থীদের পাঠদানের জন্য বিদ্যালয়টিতে শিক্ষক-শিক্ষিকা রয়েছেন প্রধানশিক্ষকসহ মোট আটজন। মনিজা তুল কোবরা বর্তমানে বিদ্যালয়টিতে প্রধানশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। আর এ প্রাথমিক বিদ্যালয়টি ঘেঁষে পাশে রয়েছে কামারপুকুর উচ্চ বিদ্যালয়। বর্তমানে কামারপুকুর উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. আমিনুর রহমান প্রধানশিক্ষকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করছেন। কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক (ভারপ্রাপ্ত) আমিনুর রহমান গত ২৭ জুলাই কামারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানায় থাকায় একটি বড় আকারের ফলদ গাছ কেটে নেন। সেই সঙ্গে কামারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক পাশে প্রাচীর নির্মাণ করেছেন। এছাড়াও কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষকের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির পাশে থাকা একটি রেকর্ডকৃত রাস্তা দখলের অভিযোগ করা হয়েছে। আর রেকর্ডীয় রাস্তা দখল করে ঘর নির্মাণ করায় এখন এলাকার মানুষজন কামারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি সারাক্ষণ রাস্তা হিসেবে ব্যবহার করছেন। কামারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর না থাকায় কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা কামারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টির খেলার মাঠের মাঝ দিয়ে নির্বিঘেœ চলাচল করছেন। এছাড়াও এলাকার মানুষজন ছাড়াও ট্রাক, ট্রাক্টর, মোটরসাইকেল, রিকশা, রিকশাভ্যান, বাইসাইকেলসহ সকল প্রকার ভারী যানবাহন বর্তমানে কামারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দিয়ে অবাধে চলাফেরা করছে। ফলে টিফিন সময় বিদ্যালয়ের ছোট ছোট শিশুরা বিদ্যালয়ের মাঠে খেলাধুলার সুযোগ পাচ্ছেন না। অন্য দিকে বিদ্যালয়ের মাঠ ব্যবহার কওে বিভিন্ন যানবাহন চলাচল করায় শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে সব সময় চরম নিরাপত্তাহীনতায় মধ্যে থাকেন শিক্ষক-শিক্ষিকারা। বিদ্যালয় মাঠ দিয়ে মানুষ ও ভারী যানবাহন চলাচল করায় অনেক ঝুঁকির মধ্যে রয়েছে শিক্ষার্থীরা ।
এ সব ঘটনায় গত ২৭ জুলাই কামারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিজা তুল কোবরা সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা শিক্ষা অফিসারের কাছে কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাছ কাটা, রেকর্ডকৃত রাস্তা দখল ও সীমানা প্রাচীর নির্মাণের লিখিত অভিযোগ দিয়েছেন।
এ নিয়ে কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আমিনুর রহমানের মুঠোফোনে কথা হয়। তিনি বলেন, গাছ নয়, গাছের ডাল কাটা হয়েছে। আর ইতোমধ্যে এ বিষয়টি আমাদের মধ্যে সমাধান হয়ে গেছে বলে জানান তিনি।