আগামীতে তারেক রহমানের নেতৃত্বে ক্রীড়াঙ্গণ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে — ভিপি সাইফুল
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, বিগত ১৬ বছর পলাতক হাসিনা সরকার ক্রীড়াঙ্গণে লুটপাট ও দলীয়করণের রাজত্ব কায়েম করেছিল। যার ফলে ফুটবল ও ক্রিকেটে বাংলাদেশ কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি।
তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে ক্রীড়াঙ্গণ হবে দলীয়করণ মুক্ত। এ সরকারের অধীনে উন্নতমানের খেলোয়াড় তৈরি হবে। বাংলাদেশ ফুটবল দল বিশ্বকাপে অংশগ্রহণ করবে এবং একদিন বিশ্বচ্যাম্পিয়ন হয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।
শুক্রবার বিকেলে বগুড়ার শাজাহানপুরের খরনা নাদুরপুকুর গ্রামবাসীর উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে নাদুরপুকুর হাইস্কুল মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে নাদুরপুকুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক ফজলুল হক উজ্জল সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার।এসময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আব্দুল গফুর দারা, নাদুরপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুর রহমান, সমাজসেবক আলহাজ্ব মাছলুম বারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ