রাণীনগরে ২মাদক সেবীর কারাদন্ড
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে তিন মাস করে কারাদন্ড দেয়া হয়েছে। শুক্রবার রাতে উপজেলার করজগ্রাম এলাকায় অভিযান চালিয়ে আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান এই কারাদন্ডাদেশ দেন। দন্ডিতদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,উপজেলার করজগ্রাম এলাকায় মাদকের আড্ডা চলছে,এমন গোপন সংবাদের ভিত্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান থানাপুলিশকে সাথে নিয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় করজগ্রাম হিন্দুপাড়া এলাকার আকুল কুমারের ছেলে শঙ্কর কুমার (৪২) এবং একই গ্রামের পরিতোষ সরকারের ছেলে নয়ন চন্দ্র সরকার (২৯) কে হাতে-নাতে আটক করেন। এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুই জনকে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং সাথে আরো ১০০টাকা অর্থ দন্ড করা হয়। দন্ডিতদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা ।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :