ঘোড়াঘাটে ভাল মানুষকে প্রতিবন্ধী বানিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ তদন্ত শুরু

দিনাজপুরের ঘোড়াঘাটে ভাল মানুষকে প্রতিবন্ধী বানিয়ে সরকারী লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ বিভিন্ন অফিসে অভিযোগ তদন্ত শুরু করা হয়েছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার ৪নং ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু গত ৫ আগষ্ট শেখ হাসিনার সরকার পতনের পর সে আওয়ামীলীগের পৌর সাধারন সম্পাদক থাকায় সে পলাতক থাকে। এ সময় উক্ত ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুন অর রশিদ প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। ওই সুযোগে ইউপি সদস্য হারুন অর রশিদ তার ওয়ার্ডের ১’শ ৬৭ জন প্রতিবন্ধী ভোগী কার্ড প্রদান করেন। এর মধ্যে ৭৬জনই ভূয়া প্রতিবন্ধী রয়েছে। এ ব্যাপারে ভূয়া প্রতিবন্ধীর লিস্ট উত্তোলন করে আব্দুল হালিম দিনাজপুর দূর্ণীতি দমন দুদক, দিনাজপুর জেলা প্রশাসক, রংপুর বিভাগীয় কমিশনার বরাবরে লিখিত অভিযোগ দেয়। ওই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এসে ভূয়া প্রতিবন্ধীর প্রাথমিক সত্যতা পায় এবং তদন্ত কমিটি তারা প্রতিবন্ধী নয়, ভাল মানুষ বলে তাদের ছবি তুলে নিয়ে যান। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।