উত্তরজনপদের জনপ্রিয় ট্রেন ২৫ মাস ধরে বন্ধ

বাংলাদেশ রেলওয়ের পশ্চিম জোনের জনপ্রিয় মেইল ট্রেন উত্তরা এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘ ২৫ মাস ধরে বন্ধ রয়েছে। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। উত্তরা ট্রেনটি পার্বতীপুর থেকে রাজশাহী পর্যন্ত চলাচল করে। ট্রেনটি মেইল ট্রেন হওয়ায় প্রায় সব স্টেশনে যাত্রা বিরতী আছে। ফলে সব শ্রেণীর যাত্রীরা এই ট্রেনে যাতায়াত করে। ট্রেনটি বন্ধ হওয়ায় সকালের দিকে আর কোন মেইল ট্রেন না থাকায় অধিক টাকা খরচ করে সড়ক পথে এই রুটে এখন যাত্রীরা যাতায়াত করে। দ্বাদশ জাতীয় নির্বাচনের সময় নাশকতা এড়াতে ২০২৩ সালের ২২ ডিসেম্বর তারিখ থেকে এই ট্রেনটি বন্ধ ঘোষনা করে রেল কর্তৃপক্ষ। এছাড়া ট্রেন চালকের সংকটের কথাও তখন শোনা গিয়েছিল। নিম্ন আয়ের যাত্রীরা ট্রেনটি পুনরায় চালুর দাবী জানিয়েছেন।
বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) কার্যালয় রাজশাহী দপ্তর সূত্র থেকে জানা গেছে, পার্বতীপুর থেকে ভোর ৪ টায় উত্তরা ট্রেনটি রাজশাহী অভিমুখে ছেড়ে আসে। দুপুর ১২ টায় ট্রেনটি আবার রাজশাহী থেকে ছেড়ে আসে। ট্রেনটি প্রায় সব স্টেশনে যাত্রাবিরতী করে। জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, নাটোর, নলডাঙ্গা, আব্দূলপুর, রাজশাহীসহ প্রায় সব স্টেশনেই ট্রেনটি যাত্রাবিরতী আছে। সকালের দিকে হওয়ায় অফিসগামী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরাসহ সব ধরনের যাত্রীরা এই ট্রেনে যাতায়াত করে। বিশেষত নিম্নমধ্যবিত্ত শ্রেণীর যাত্রীরা এই ট্রেনে বেশি যাতায়াত করে। ট্রেনটি কিছুদিন বেসরকারি পর্যায়ে চলাচল করেছে। গত ২৫ মাস ধরে ট্রেনটি বন্ধ আছে।
সান্তাহার জংসন স্টেশনের যাত্রী আব্দুর রহমান জানান, আগে আমরা সান্তাহার থেকে আত্রাই উত্তরা ট্রেনে ১০ টাকা খরচ করে যেতে পারতাম। বর্তমানে উত্তরা ট্রেনটি বন্ধ থাকায় সেই আত্্রাই সড়ক পথে ৭৫ টাকা খরচ করে যেতে হয়। তাছাড়া বগুড়ার সান্তাহার ইউনিয়নের ছাতনি-ঢেকড়া গ্রামের তৈরি বিখ্যাত মাদুর উত্তরা ট্রেনে দেশের বিভিন্ন স্টেশনে যেত অল্প টাকা খরচ করে। সে ব্যবস্থাও এখন বন্ধ হয়ে আছে। মাদুর শিল্প বর্তমানে বাড়তি খরচ করে সান্তাহার জংসন স্টেশন থেকে সারা দেশে রপ্তানি হয়।
সান্তাহার পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম মোরশেদ অবিলম্বে ট্রেনটি চালু করার জন্য রেল কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন।
সান্তাহার জংসন স্টেশনের স্টেশন মাস্টার খাতিজা বেগম জানান, উত্তরা ট্রেনটি ঠিক করে চালু হবে তা সঠিক জানি না। আমাদের কাছে এ বিষয়ে কোন খবর নেই। আমরা ট্রেনটি চালু করার সুপারিশ করেছি উপর মহলে।
বাংলাদেশ রেলওয়ে মহাব্যবস্থাপক (পশ্চিম) রাজশাহী মোঃ মামুনুল ইসলাম জানান, ট্রেনটি পুনরায় চালু করার বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। জনবল সংকট তো আছেই।