আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহাদুজ্জামান রাহী (১৭) নামের এক কলেজ ছাত্র নিহত ও অপর দুই সহযোগী আহত হয়েছে। গত শুক্রবার (২৯ আগষ্ট) সন্ধ্যা ৬টায় আদমদীঘি-আবাদপুকুর সড়কের পারইল লস্কর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহী আহমদীঘি উপজেলা সদরের ডালম্বা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে সান্তাহার সরকারি কলেজের ১ম বর্ষের ছাত্র।
জানা যায়, গত শুক্রবার বিকেলে কলেজ ছাত্র রাহীসহ তার তিন বন্ধু মিলে একটি মোটারসাইকেল যোগে বেড়ানোর জন্য বের হয় তারা আদমদীঘি-আবাদপুকুর সড়কের পারইল লস্কর নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে সড়কের উপড় ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে গুরুতর আহত কলেজ ছাত্র আহাদুজ্জান রাহীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাপাতালে নেয়ার পথে মারা যায়। পরদিন গতকাল শনিবার বেলা ১১ টায় ডালম্বা গ্রামে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। অপমৃত্যু মামলা হয়েছে।