তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হবে - ব্যারিস্টার কামরুজ্জামান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে। শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনের সনদ। শনিবার (৩০ আগস্ট) রাতে দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার মুজিবাবাদ পাওয়ার হাউজ এলাকায় অনুষ্ঠিত এক পথসভায় দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান এ কথা বলেন।
তিনি বলেন,“যদি আপনারা আমাকে সমর্থন দেন, তবে পার্বতীপুর–ফুলবাড়ীকে মাদক, জুয়া ও ক্যাসিনোমুক্ত করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আধুনিক চিকিৎসা ব্যবস্থা, কৃষি সম্প্রসারণ, সড়ক অবকাঠামো উন্নয়ন এবং বিশেষ করে নারীর অগ্রযাত্রায় কাজ করবো।”
বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, বিগত সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতি ও লুটপাটতন্ত্র চালু ছিল। যেখানে ১০ টাকার প্রকল্পে খরচ দেখানো হতো ১০ লাখ টাকা। এসব অর্থ বিদেশে পাচার করে ব্যাংকগুলো শূন্য করে ফেলা হয়েছিল।
পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
জেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রশিদ সংগ্রাম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র মান্জুর রশিদ,জেলা যুবদলের সিনিয়র সদস্য মমিনুল ইসলাম (ডাক্তার),পৌর কৃষক দলের সভাপতি গোলাম রাব্বানী (গোলাপ),পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,৫ নং ওয়ার্ড বিএনপির আশরাফ আলী ও আবু হেনা মোস্তফা কামাল,ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ।।
এছাড়াও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।