কাহালুর মাদকের বস্তিতে পুলিশের অভিযান ৫”শ গ্রাম গাঁজা উদ্ধার মহিলা সহ ৩ জন গ্রেফতার

বগুড়ার কাহালু পৌর এলাকার রেলওয়ে স্টেশন সংলগ্ন সাগাটিয়া মাদক বস্তি হিসাবে পরিচিত। গত শনিবার বিকেলে কাহালু থানা অফিসার ইনর্চাজ (ওসি) নিতাই চন্দ্র সরকারের দিক নির্দেশনায় থানার এ এস আই মোজাম্মেল হক ও এ এস আই বেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স এবং নারী পুলিশ সহ অভিযান চালিয়ে মাদক সম্রাট সাগাটিয়ার বাদলের ছেলে বেলাল হোসেন (৩৬), বেলাল হোসেনের স্ত্রী মুনজিলা (৩৩) ও সাগাটিয়া মসজিদ পাড়ার মকবুলের ছেলে মাদক বিক্রেতা রবিউল ইসলাম (২৮) গ্রেফতার করেন। এ সময় পুলিশ তাদের কাছ থেকে সাড়ে ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেন।
উল্লেখ্য যে কাহালুর যে কয়েকটি স্পর্টে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় হয় তার মধ্যে অন্যতম প্রধান স্পর্ট কাহালু পৌরসভার “রেলওয়ে স্টেশন সংলগ্ন সাগাটিয়া”। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য মতে শুধুমাত্র সাগাটিযায় ২৭ থেকে ৩০ টি পরিবার বিভিন্ন প্রকার মাদক বিক্রয় ও কারবারের সাথে সরাসরি জড়িত। এরা অধিকাংশ বিভিন্ন স্থান থেকে উঠে আসা মাদক কারবারী দুষ্ট প্রকৃতির মানুষ, স্থানীয় রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিদের ছত্র ছায়ায় এবং থানার কতিপয় পুলিশকে মেনেজ করে দীর্ঘদিন যাবত গাঁজা, ফেনসিডিল, হিরোইন, ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক বিক্রয় করে আসছে। মাদক বিক্রেতাদের অত্যাচারে সাধারণ গ্রামবাসী অতিষ্ঠিত হলেও মান-সম্মান ও হয়রানীর ভয়ে কেউ মূখ খুলতে সাহস পায়না। সম্প্রতি কাহালু থানা অফিসার ইনর্চাজ (ওসি) নিতাই চন্দ্র সরকার বিষয়টি অবগত হয়ে থানা পুলিশকে অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন। অভিযানের সময় ৩ মাদক বিক্রেতাকে সাড়ে ৫শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করলেও অন্যান্য বিক্রেতা ও কারবারীরা রয়েছেন ধরা ছোয়ার বাহিরে। এলাকাবাসীর দাবী অভিযানের আগেই মাদক কারবারীদের সাথে জড়িত পুলিশ সদস্যরা বিষয়টি জানান, ফলে চিহৃত মাদক বিক্রেতারা সে সময় গাঁ ঢাকা দেন।
বিষয়টি নিয়ে অফিসার ইনর্চাজ নিতাই চন্দ্র সরকারের সাথে কথা বলা হলে তিনি বলেন মাদক ও মাদক বিক্রেতাদের সাথে কোন আপোষ নেই। মাদক বিক্রেতাদের রিরুদ্ধে অভিযান চলমান আছে এবং থাকবে। মাদক বিক্রেতাদের সাথে থানার কোন পুলিশের সখ্যতা আছে কি না তা ক্ষতিয়ে দেখা হবে, কোন পুলিশ সদস্যের সংশ্লিষ্টা পেলে দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর এ কাজে জন্য এলাকাবাসী ও স্থানীয় সাংবাদিক মহলের সহযোগীতা কামনা করেন।