সৈয়দপুরে পল্লীতে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের
নীলফামারীর সৈয়দপুরে পল্লীতে এক শিশু শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ থানায় মামলা হয়েছে। গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থীর বাবা নিজে বাদী হয়ে ধর্ষক মোকছেদ আলীর (৫৬) বিরুদ্ধে সৈয়দপুর থানায় ওই মামলাটি দায়ের করেছেন। ধর্ষক মোকছেদ আলীর বাড়ি উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী তহশীলদারপাড়ায়। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছেন।
থানায় দায়েরকৃত মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছে, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী তহশিলদারপাড়ার মৃত. বাছরা প্রামানিকের ছেলে মোকছেদ আলী প্রামানিক (৫৬)। আর একই এলাকার শিশু শিক্ষার্থী (১০)। সে বাড়ির পাশের ব্র্যাকের স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। ঘটনার দিন গত ২৯ আগস্ট বেলা আনুমানিক একটার দিকে ওই শিশু শিক্ষার্থী তার প্রতিবেশি খেলা সাথীর সঙ্গে বাড়ির পাশে খেলাধুলা করছিল। আর এরই এক ফাঁকে বাড়িতে কেউ না থাকার অজুহাতে প্রতিবেশি মোকছেদ আলী প্রামানিক কৌশলে খেলাধূলায়রত শিশু শিক্ষার্থীকে ঘর পরিস্কারের কথা বলে তার বাড়িতে ডেকে নেয়। এরপর গৃহকর্তা মোকছেদ আলী শিশুটিকে তার টিনসেট আধাপাকা বসতবাড়ি এ মাঝের শয়ন কক্ষে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে শিশুটি কোন কিছু বুঝে উঠার আগেই লম্পট মোকছেদ আলী তাকে জোরপূর্বক জড়িয়ে ধরে তার গালে ও মুখে চুমু দিতে থাকে। পরবর্তীতে তিনি শিশুর পরণে থাকা পায়জামা খুলে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটি ডাকচিৎকারের চেষ্টা করলে মোকছেদ আলী তার মুখ চেপে ধরেন। এ সময় ঘরের দরজা খোলা অবস্থায় পেয়ে শিশুটির খেলা সাথীও ওই ঘরের মধ্যে আকস্মিক ঢুকে পড়ে। এতে করে মোকছেদ আলী বিব্রতকর পরিস্থিতিতে শিশুটিকে ছেড়ে দেয়। এ অবস্থায় ধর্ষণের শিকার শিশু ও তার খেলার সাথী ঘটনাটি লোকজনকে বলে দেওয়ার কথা বললে ধর্ষক মোকছেদ আলী তাদের নানা রকম ভয়ভীতি প্রদর্শন করেন। এরপর তাদের বিস্কুট কেনার জন্য ধর্ষনের শিকার শিশুটির হাতে বিশ টাকা ধরে দেয়। এ অবস্থায় শিশুটি ভয়ে ভয়ে নিজ বাড়িতে ফিরে আসে এবং ওই দিন পরিবারের কাউকে আর কোন কিছুই বলেনি। পরদিন গত রবিবার দুপুরে শিশুটিকে গোসল করাতে নিয়ে গিয়ে শিশুটির ধর্ষণের ঘটনাটি বুঝতে পারেন তাঁর মা। এরপর শিশুটির মা ঘটনাটি তাঁর বাবাকে অবগত করেন। পরবর্তীতে ধর্ষণের শিকার শিশুটিকে নিয়ে তাঁর বাবা-মা গতকাল সৈয়দপুর থানায় এসে ধর্ষক মোকছেদ আলী প্রামানিকের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯ (১) ধারায় ওই মামলাটি দায়ের করা হয়েছে। মামলা নং-২,তারিখ: ১-০৯-২০২৫ইং।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেফতারের পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: