আদমদীঘিতে অবশেষে মুক্ত হলো খুঁটি পুঁতে রাখা সেই রাস্তা

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের শালগ্রামে প্রভাবশালী আব্দুর রশিদ তালুকদার নামের এক ব্যক্তির সরকারি রাস্তার মাঝখানে খুঁটি পূঁতে দেওয়া রাস্তাটি অবশেষ মুক্ত হলো দীর্ঘ পাঁচ মাস পর। গত রবিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার শালগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর দুপচাঁচিয়া অস্থায়ী ক্যাম্পের সদস্যরা সরজমিন ঘটনাস্থলে এসে ওই খুঁটি অপসারণ করে দেয়। এতে ওই পাড়ায় বসবাসকারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
জানা যায়, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের শালগ্রাম পশ্চিম পাড়া এলাকায় একই গ্রামের প্রভাবশালী আব্দুর রশিদ তালুকদার দীর্ঘ প্রায় ৫ মাস পূর্বে সরকারি জনসাধারণের চলাচলের রাস্তায় কাঠের খুঁটি পূঁতে রাখে জোড় পূর্বক। এতে বিপাকে পড়ে ওই পাড়ায় বসবাসরত ৪/৫টি পরিবার। উক্ত ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগীরা একাধিকবার স্থানীয় ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনকে অভিযোগ দিলেও এর কোন প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে দুপচাঁচিয়া অস্থায়ী সেনা ক্যাম্পে অভিযোগ প্রদান করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনীর সদস্যরা গত রবিবার সরজমিনে ঘটনাস্থলে এসে ওই খুঁটি অপসারণ করে দেয়। এতে স্বস্তি প্রকাশ করেছে ভুক্তভোগীরা। এছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে ওই রাস্তাটি মাটি দিয়ে ভরা করে দুই দিনের মধ্যে জনসাধারণের চলাচলের উপযোগী করার নির্দেশ প্রদান করেন সেনাসদস্যরা।
এব্যাপারে সেনা সদস্যরা বলেন, আপনারা সবাই মিলেমিশে থাকবেন আর এ ধরনের কাজ থেকে সবাই বিরত থাকবেন।