আত্রাইয়ে একটি ব্রিজের অভাবে থমকে আছে সমসপাড়া গ্রামবাসীর হাজারো স্বপ্ন

নওগাঁর আত্রাইয়ে একটি ব্রিজের অভাবে থমকে আছে সমসপাড়া গ্রামবাসীর হাজারো স্বপ্ন।
আত্রাই উপজেলার নলডাঙ্গা থেকে নাটোরের সিংড়া এলাকার সংযোগকারী আত্রাই নদীর সমসপাড়া নামক স্থানে একটি ব্রিজ নির্মাণের দীর্ঘদিনের দাবি নিয়ে অধীর অপেক্ষায় রয়েছে এলাকার হাজারো জনগণ।
নদী পারাপারের একমাত্র ভরসা ভেলা, নৌকা ও ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিনই যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের।
এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে এবং এলাকার উন্নয়নের স্বার্থে আত্রাই নদীর উপর সমস পাড়া নামক স্থানে একটি ব্রিজ নির্মাণের জরুরি দাবি জানিয়ে আসছেন তারা।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এই ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও পর্যন্ত তা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয়া হয়নি। এই ব্রিজটি নির্মিত হলে সিংড়া, প্রতিসর, বগুড়ার সাথে সংযোগ স্থাপন হবে। শুধুমাত্র যাতায়াতের দুর্ভোগই লাঘব হবে না, পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও কৃষিকাজেও নতুন গতি সঞ্চার হবে।
এই বিষয়ে স্থানীয় বিশা ইউপি চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন খাঁন তোফা বলেন, আত্রাই নদীর উপর ব্রিজটি নির্মাণ করা অত্যন্ত জরুরি। এটি এলাকাবাসীর একটি অতি পুরনো ও ন্যায্য দাবি। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সেতু কর্তৃপক্ষের কাছে এই ব্রিজ নির্মাণের জন্য জোর দাবি জানাচ্ছি এবং আশা করি,
বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা মানুষের এই দীর্ঘদিনের দাবিটি অনুধাবন করে সমস পাড়া নামক স্থানে আত্রাই নদীর উপর একটি ব্রিজ নির্মাণ করে অত্র এলাকার মানুষের দুর্ভোগ লাঘব করবেন।