শাজাহানপুরে পুকুরে বিষ প্রয়োগে ৬ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ

বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল খাদাস গ্রামে শত্রুতার জেরে মৎস্যচাষীর লিজকৃত পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মৎস্যচাষী মাজহারুল খন্দকার সাগর।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে দুর্বৃত্তরা মাজহারুল খন্দকার সাগরের প্রায় ৫ বিঘা আয়তনের পুকুরে বিষ প্রয়োগ করে। সোমবার সকালে কর্মচারী সুফল ও এলাকাবাসী মৃত মাছ ভেসে উঠতে দেখে মালিককে খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে পুকুরের মাছ মরে ভেসে থাকতে দেখেন।
মৎস্যচাষী মাজহারুল খন্দকার সাগর জানান, দীর্ঘদিন ধরে তিনি পবাদা মাছ চাষ করে আসছিলেন। পূর্ব শত্রুতার জেরে খাদাস পশ্চিমপাড়ার আব্দুল হালিম পরিকল্পিতভাবে এ নাশকতা চালিয়েছে বলে তার ধারণা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার প্রায় ৬ লক্ষ টাকার মাছ মারা গেছে। এতে আমি চরম ক্ষতির মুখে পড়েছি। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
ঘটনার পর এলাকায় ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, মৎস্যচাষের মতো গুরুত্বপূর্ণ খাতে এ ধরনের নাশকতা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে অভিযুক্ত আব্দুল হালিম অভিযোগ অস্বীকার করে বলেন,তাঁর পুকুরে মাছ গ্যাস সমস্যা কারণে মারা যেতে পারে।তিনি অযথা আমাকে দোষ দিচ্ছেন।
শাজাহানপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান বলেন, “মৎস্যচাষীর পুকুরে সত্যিই বিষ প্রয়োগ হয়ে থাকলে তা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।