পোরশায় আমদা উচ্চ বিদ্যালয়ে গোপনে কমিটি গঠনের পাঁয়তারা
নওগাঁর পোরশা উপজেলার আমদা উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির নীতিমালা অমান্য করে গোপনে এডহক কমিটি গঠনের পাঁয়তারা করার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক শরিফুল ইসলামের বিরুদ্ধে।
এডহক কমিটি গঠনে বোর্ডের পরিপত্র বা অধিদপ্তরের বিধি নিষেধের কোন প্রকার তোয়াক্কা না করে নিজের স্বার্থ হাসিলের জন্য পকেট কমিটি করে নিয়োগ বাণিজ্য, অন্যায়, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও বেআইনি কর্মকান্ড করার অভিযোগ তুলে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা ও অবিভাবকরা।
অভিযোগে সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা প্রধান শিক্ষক শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে কমিটি গঠনে বোর্ডের পরিপত্র বা অধিদপ্তরের বিধি নিষেধের কোন প্রকার তোয়াক্কা না করে তার নিজের স্বার্থ হাসিলের জন্য পকেট কমিটি করে গেছেন। আর সেই কমিটি দিয়ে নিয়োগ বানিজ্য, ক্ষমতার অপব্যবহার, অন্যায়, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও বেআইনি কর্মকান্ড করে গেছেন।
আমদা গ্রামের মুনসুর আলীর ছেলে নাসির উদ্দিন জানান, প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা হওয়ায় তিনি আওয়ামী লীগের লোকজনকে কমিটিতে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকারের জারিকৃত নির্দেশ অমান্য করে অবিভাবক, দাতা, প্রতিষ্ঠাতা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মতামত বা সম্মতি গ্রহন না করেই কমিটি গঠনের পাঁয়তারা করছেন তিনি।
এ ব্যাপারে আমদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম দাবী করে বলেন, যারা অভিযোগ করেছেন তারা কেউই অবিভাবক নন। আমাকে হয়রানি করার জন্য এগুলো করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছেন জানিয়ে বলেন, ৩জনের নাম উল্লেখ করে এডহক কমিটির তালিকা দিয়েছেন প্রধান শিক্ষক শরিফুল ইসলাম। আমি বিষয়টি তদন্ত করতে লিখিত চিঠি দিয়েছি মাধ্যমিক শিক্ষা অফিসারকে। তদন্ত রিপোর্ট পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :