সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান- শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা অমান্যের অভিযোগ
নীলফামারীর সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষকের বিরুদ্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা অমান্য করে প্রধান পরীক্ষকের দায়িত্ব পালনের অভিযোগ পাওয়া গেছে। অথচ নির্দেশনায় বলা ছিল ভুল কিংবা মিথ্যা তথ্য প্রদান করে কেউ পরীক্ষক নিযুক্ত হলে তাঁর নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে। কিন্তু নির্দেশনা অমান্যকারী প্রধান পরীক্ষক শিল্পী আক্তারের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি অদ্যাবধি।
অভিযোগে জানা গেছে, নীলফামারীর সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধানশিক্ষকের দায়িত্ব পালন করছেন সিনিয়র সহকারী শিক্ষক শিল্পী আক্তার। তিনি গত ২০২৪ সালের ৭ মে তারিখ থেকে বিদ্যালয়টিতে ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক হিসেবে ওই পদে রয়েছেন। একটি বিশ^স্ত সূত্র জানায়, ওই শিক্ষক দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের বাংলা বিষয়ের একজন প্রধান পরীক্ষক। তার প্রধান পরীক্ষকের কোড নম্বর হচ্ছে ৩০০৯।
এদিকে, দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে চলতি ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য উত্তরপত্র সরবরাহের আগে প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের প্রতি জরুরী নির্দেশনা প্রদান করে। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত ওই নির্দেশনায় উল্লেখ ছিল, প্রধান পরীক্ষক বা পরীক্ষকের ছেলে মেয়ে ও পোষ্য ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয়ে অংশ গ্রহন করে থাকলে; ওই প্রধান পরীক্ষকের দায়িত্ব পালন করা যাবে না। যদি প্রধান পরীক্ষকের এমন কেউ এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়ে থাকে, তাহলে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর জরুরী ভিত্তিতে জানানোর জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক শিল্পী আক্তার দিনাজপুর শিক্ষা বোর্ডের ওই নির্দেশনা মোটেও আমলে নেননি। তাঁর (শিল্পী আক্তার) ছেলে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে উত্তীর্ণ হলেও তিনি প্রধান পরীক্ষকের দায়িত্ব পালন করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রধান পরীক্ষক শিল্পী আক্তারের ছেলে আবরার ফাহি শিশির। সে চলতি ২০২৫ সালে নীলফামারীর ডিমলা নিজপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে উত্তীর্ণ হয়েছে। তাঁর রোল নং- ৯৫৩৩৮০। সেশন: ২০২৩-২০২৪ইং। সে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল।
এ নিয়ে সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক শিল্পী আক্তারের সঙ্গে গতকাল মঙ্গলবার দুপুওে মোবাইল ফোনে (০১৭১৬-৬১৭৪৯৬) কথা হয় এ প্রতিনিধি’র। তিনি প্রধান পরীক্ষক বা পরীক্ষক সম্পর্কে শিক্ষা বোর্ডের একটি নির্দেশনা থাকার কথা অপকটে স্বীকার করেন। তবে বিষয়টি নিয়ে কোন জটিলতা না হলে তাতে কোন সমস্যা নেই বলে জানান তিনি। এরপর এ নিয়ে আর কোন কথা বলতে রাজী হননি তিনি।
এ বিষয়টি নিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীর সঙ্গে মুঠোফোনে (০১৭১১-৯৭৯৫৫১) কথা হয় এ প্রতিনিধির। তিনি বলেন, এমনটি হয়ে থাকলে ওই শিক্ষক প্রধান পরীক্ষক হতে পারেন না। হয়ত বিষয়টি গোপন করেছেন তিনি। বিয়য়টি তদন্ত করে দেখা হবে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: