বগুড়া নজরুল পরিষদ’র আহবায়ক কমিটি গঠন

নজরুল পরিষদ বগুড়ার সাধারণ সভায় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে বগুড়া শহরের উডর্বাণ সভাকক্ষে আগের কমিটি ভেঙ্গে দিয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সঙ্গীত প্রশিক্ষক আসাদ হোসেন। আলোচনা শেষে উপস্থিত সকলের সিদ্ধান্তমতে আগের কমিটি ভেঙ্গে দিয়ে আসাদ হোসেনকে আহবায়ক, মোঃ ওবায়দুল্লাহ লিটনকে যুগ্ম আহবায়ক, হাকীম এমএ মজিদ মিয়াকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। এই আহবায়ক কমিটির সদস্য হলেন মোতাহার হোসেন, এইচ আলিম, বিল্লাল হোসেন, এড. আব্দুল্লাহেল কাফী, সাঈদ মালিথা, মোঃ ওসমান গনি।
সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণসহ আগামী ৫ সেপ্টেম্বর বিকালে বগুড়া শহরের রোমেনা আফাজ মুক্তমঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর অনুষ্ঠান আয়োজন করার সিদ্বধান্ত গৃহীত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাসাস বগুড়ার আহবায়ক ওয়াহিদ মুরাদ। বিশেষ অতিথি থাকবেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এমএম আবু সাঈদ।