ঘোড়াঘাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা না করায় হাতুড়ে ডাক্তারের সংখ্যা বৃদ্ধি অসহায় মানুষ প্রতারিত
দিনাজপুরের ঘোড়াঘাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা না করায় হাতুড়ে ডাক্তারের সংখ্যা বৃদ্ধি, অসহায় মানুষ প্রতারিত হওয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলায় ওসমানপুরের হাট, বলাহারের হাট, ডুগডুগীর হাট, কানাগাড়ীর হাট, বলগাড়ীর হাট, রাণীগঞ্জের হাট, চাঁদপাড়ার হাট ও ঘোড়াঘাট পৌর বাঘের হাট রয়েছে। এই সমস্ত হাট-বাজারগুলোতে প্রায় ২শতাধিক ঔষধ বিক্রির দোকান রয়েছে। ওই সমস্ত ঔষধের দোকান থেকে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই রোগীদের কাছে ঔষধ বিক্রি করা হচ্ছে। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বিক্রি করা নিষেধ রয়েছে। ওই সবের কিছুই মানছেন না ঔষধের দোকানদাররা। তাদের দোকানে অসহায় মানুষ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই কফ, কাশি, নিউমানিয়া, জ্বর, মাথা ব্যথা, কোমড় ব্যথা, আমাশয়ের কথা বললেই ওই সমস্ত হাতুড়ে ডাক্তাররা তারা নিজেরাই প্রেসক্রিপশন করে এক থেকে দেড় হাজার টাকার ঔষধ তাদের হাতে ধরিয়ে দেয়। ওই সমস্থ ঔষধ খেয়ে রোগীরা তো ভালোই হয় না, বরং কঠিন ও জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এ ব্যাপারে ওই সমস্ত হাতুড়ে ডাক্তারের হাত থেকে অসহায় মানুষকে বাঁচাতে উর্দ্ধতন কর্মকর্তা কর্তৃক মাঝে মধ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা প্রয়োজন বলে এলাকার অভিজ্ঞ মহল মনে করে।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি