দূর্গাপূজা উপলক্ষে রাণীনগরে পুলিশের মতবিনিময় সভা

নওগাঁর রাণীনগর উপজেলার ৮ ইউনিয়নে ৪৬টি পূজা মন্ডবে আসন্ন শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পালন উপলক্ষে নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে থানা প্রাঙ্গনে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মুশফিকুর রহমান।
উপস্থিত বক্তারা বলেন, ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। তাই কোন ব্যক্তি কিংবা কোন গোষ্ঠি ধর্ম ও উৎসবকে ব্যবহার করে সাম্প্রদায়িকতা সৃষ্টির কোন সুযোগ না পায় সেই জন্য কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার আহবান জানানো হয়। উপজেলায় আসন্ন দূর্গা উৎসবটি নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করার বিশেষ অনুরোধ জানানো হয়।
সভায় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদক, ৮ ইউনিয়নের সকল দূর্গাপূজা মন্ডবের সভাপতি-সম্পাদক, থানার সকল সদস্য, গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।