বগুড়ায় হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক ‘যাবতীয় সঙ্কটের সমাধান ইসলামে আছে’

বগুড়ায় আল্লাহর হুকুম তওহীদের ভিত্তিতে একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থা গঠনের রূপরেখা নিয়ে গোলটেবিল বৈঠক করেছে সংস্কারমূলক আন্দোলন হেযবুত তওহীদ। আজ শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১.০০ টায় বগুড়া নবাববাড়ি রোড হোটেল ৭১ এ ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক এ মুক্ত গোল টেবিল আলোচনার আয়োজন করে হেযবুত তওহীদের বগুড়া জেলা শাখা।
হেযবুত তওহীদের রাজশাহী অঞ্চলের আমির আশেক মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিভাগীয় আমির মশিউর রহমান।
এসময় তিনি বলেন, ‘গত ৫৩ বছরে ১৭ বার সংবিধানে সংশোধনী আনা হয়েছে, বহু নির্বাচন হয়েছে, নতুন নতুন আইনও প্রণয়ন করা হয়েছে, কিন্তু জাতির একটা সঙ্কটেরও টেকসই সমাধান হয়নি। মূলত মানবরচিত জীবনব্যবস্থা দিয়ে কোনো ব্যক্তি বা দল যতই চেষ্টা করুক সকল প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য।’
তিনি বলেন, ‘ব্রিটিশ ঔপনিবেশিক যুগের প্রবর্তিত বিধি-বিধান ও সিস্টেমেই আমাদের দেশ চলছে, আর সময়ের সাথে পাল্লা দিয়ে অন্যায়, অবিচার, অশান্তি বেড়ে চলেছে। যুগের পর যুগ আমরা মানবরচিত বিধানের মাশুল দিচ্ছি। চলমান সিস্টেম চালু রেখে যত সংস্কারই করা হোক না কেন শান্তি আসবে না।’
তিনি আরো বলেন, ‘আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করে রসুল (সা.) এমন নিরাপদ সমাজ গঠন করেছিলেন যে, একা একজন নারী রাতের অন্ধকারে নির্ভয়ে শত শত মাইল পথ হেঁটে যেত। মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারত। স্বর্ণের দোকান খোলা রেখে মসজিদে যেত। আদালতে মাসের পর মাস অপরাধ-সংক্রান্ত মামলা আসত না।’
অনুষ্ঠানে অংশ নিয়ে রাষ্ট্রব্যবস্থার সংস্কার এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থার’ গুরুত্ব নিয়ে মুক্ত আলোচনা করেন শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবি, গণমাধ্যম ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও ধর্মীয় নেতৃবৃন্দ। আলোচকরা তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রায়োগিক দিক, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ এবং এর বাস্তবায়নের কৌশল নিয়ে মুক্ত আলোচনা করেন ও তাদের মতামত তুলে ধরেন।
হেযবুত তওহীদের জেলা সভাপতি সালজার রহমান সাবুর সভাপতিত্বে আরো আলোচনা করেন বগুড়া সদরের সভাপতি রায়হানুল ইসলাম, জেলা নারী সম্পাদক ফাতেমা আক্তার,মন্তেজার রহমান মন্টু ,এটিএন নিউজ বগুড়ার ব্যুরো প্রধান চপল সাহা, দৈনিক ইনকিলাব বগুড়া ব্যুরো চীফ মহসিন আলী রাজু ,গাবতলী উপজেলা সভাপতি শরিফুল আলম টিপু প্রমুখ।