নন্দীগ্রামে গ্রামীণফোন টাওয়ারের ৫৪টি ব্যাটারি চুরি
বগুড়ার নন্দীগ্রাম শহরের নন্দীগ্রাম হিন্দুপাড়ায় অবস্থিত গ্রামীণফোন টাওয়ারের জিপিবিটিএস রুমের তালা কেটে ৫৪টি ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫০মিনিট হতে সন্ধ্যা ৬টা ৫০মিনিটে অর্থাৎ ২ঘন্টাব্যাপী এই টাওয়ারের ২ ভোল্টের ৪৮টি ও ৪৮ ভোল্টের ৬টি ব্যাটারি দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়। এই চুরির ঘটনায় এই টাওয়ারের কিছুটা সমস্যা দেখা দেয়। এরপর বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নতুন করে ব্যাটারি সংযোগ করা হয়। গ্রামীণ ফোন বগুড়ার ডেপুটি রিজিওনাল ম্যানেজার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, চুরি হয়ে যাওয়া ব্যাটারিগুলোর আনুমানিক মূল্য হবে ১১ লাখ টাকা। এ বিষয়ে নন্দীগ্রাম থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে। কারা এই চুরির ঘটনায় জড়িত তা নিশ্চিত করে জানা যায়নি। এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা এসআই সাইফুল ইসলামের সাথে কথা বলা হলে তিনি বলেন, এই চুরির ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তা তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিজস্ব প্রতিবেদক