শাজাহানপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন
বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণের রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তাইফুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রাশেদ অরণ্য, উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শফিকুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার ও বিএনপি নেতা মোশারফ হাসান, চোপিনগর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে ৮০০ মিটার রাস্তার কার্পেটিং কাজ সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া
১২ মে, ২০১৯
১৪ মে, ২০১৯
১৪ মে, ২০১৯

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ