কাহালুর বান্দাইখাড়া এফএইউএ দাখিল মাদ্রাসার সভাপতি হলেন মতিয়ার রহমান
বগুড়ার কাহালুর বান্দাইখাড়া দাখিল মাদ্রাসার সভাপতি হলেন মতিয়ার রহমান। প্রতিনিধিঃ
বৃহস্পতিবার সকাল ১০ টায় বগুড়ার কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে বান্দাইখাড়া এফএইউএ দাখিল মাদ্রাসার কমিটি গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কাহালুর বান্দাইখাড়া এফএইউএ দাখিল মাদ্রাসার নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার রিফাত আখতার খানম।
সভায় উপস্থিত ছিলেন বান্দাইখাড়া এফএইউএ দাখিল মাদ্রাসার সুপার মাওঃ রফিকুল ইসলাম, অভিভাবক সদস্য আব্দুল মান্নান, মুকুল হোসেন, হাফিজার রহমান, আব্দুল লতিফ, মোছা. পারভীন, শিক্ষক প্রতিনিধি আছমা খাতুন ও মুনির হোসেন। সভাপতি পদে ২ জন প্রার্থী ছিল। গোপন ভোটে মতিয়ার রহমান ৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। পরাজিত প্রার্থী আব্দুল লতিফ ভোট পেয়েছে ৩ ভোট। মোট ৯ জনের মধ্যে দাতা সদস্য আলহাজ্ব রাশেদুল ইসলাম ও শিক্ষক প্রতিনিধি মাহমুদ হাসান উপস্থিত ছিলেন না।
সংশ্লিষ্ট সংবাদ: কাহালু
১৩ মে, ২০১৯
১৬ মে, ২০১৯

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ