পোরশায় ১৪ঘণ্টা বিদ্যুৎবিহীন ৫০হাজার গ্রাহক

নওগাঁর পোরশায় ১৪ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎবিহীন ছিলেন পল্লী বিদ্যুতের ৫০হাজার গ্রাহক। গত বুধবার সন্ধা ৭টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎবিহীন ছিলেন এসব গ্রাহক। একটানা এতো লম্বা সময় ধরে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে ছিলেন উপজেলাবাসী।
উপজেলাবাসীর অভিযোগ, ঝড় বাতাস না হতেই বিদ্যুৎ টান দেওয়া হয়। বুধবার সন্ধায় হালকা বৃষ্টি হয়েছে। আর ঐ সময়ে গোটা পোরশা উপজেলায় বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। একটানা ১৪ঘন্টা পর ফিরে আসে বিদ্যুৎ। এই লম্বা সময়ে বিদ্যুতের সকল সুবিধা থেকে বঞ্চিত ছিলেন উপজেলার ৫০হাজার পল্লী বিদ্যুতের গ্রাহক।
এ বিষয়ে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পোরশা জোনাল অফিসের ডিজিএম মহিউদ্দীন জানান, মেইন লাইন ফল্ট হয়েছিল। রাতে ফল্ট ধরতে না পারায় দিনের বেলা ফল্ট খুঁজে বের করে সমাধান করতে সময় লেগেছে।
সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ
১৮ মে, ২০১৯
২৩ মে, ২০১৯
২৫ মে, ২০১৯