নানা আয়োজনে বগুড়ায় বিহঙ্গ আবৃত্তি পরিষদের রজতজয়ন্তী উৎসব

বগুড়ার আবৃত্তির সংগঠন বিহঙ্গ আবৃত্তি পরিষদের ২৫ বছর পূর্তি উপলক্ষে "কণ্ঠে রূপালী শ্লোক" শিরোনামে রজতজয়ন্তী উৎসবের বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে। অনুষ্ঠানমালার মধ্যে ছিলো বৃক্ষরোপণ, বিভিন্ন দেশের খ্যাতিমান আবৃত্তিশিল্পীদের অনলাইনে অংশ গ্রহণে আবৃত্তি পরিবেশনা, তরুণদের সনদ, আবৃত্তির অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১২ সেপ্টেম্বর রাতে বগুড়া শহরের পুরাতন শিল্পকলা একাডেমিতে বিহঙ্গ আবৃত্তি পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানের সূচনা হয় সংগঠনের প্রতিষ্ঠার দিন গত ১৬ আগস্ট থেকে অনলাইন ভিত্তিক তিন দিনের ধারাবাহিক আয়োজনের মাধ্যমে। সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত এই আয়োজনে বাংলাদেশ ছাড়াও ভারত, যুক্তরাজ্য, কানাডা ও যুক্তরাষ্ট্রের মোট ২৫ জন খ্যাতিমান আবৃত্তিশিল্পী অংশ গ্রহণ করেন।
রজতজয়ন্তী উপলক্ষে সামাজিক দায়িত্ববোধ থেকে সংগঠনটি হাতে নেয় বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২৫টি ওষুধি, ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করে বিহঙ্গ আবৃত্তি পরিষদ।
অনুষ্ঠানমালার সমাপনী আয়োজন হয় সংগঠনের কার্যালয়ে অবস্থিত বর্ণমালা মঞ্চে। সেখানে শিশু বিভাগের শিক্ষার্থী আয়াত, আয়ান, রিশান ও নিঝুম আবৃত্তি পরিবেশন করে। বড়দের মধ্যে ওয়াকিল, আহনাফ, সুবহা, সুমাইয়া, তুলি ও শফিকুল ইসলাম আবৃত্তি পরিবেশন করেন। আবৃত্তি পরিবেশনায় অংশ নেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য মোমিনুল ইসলাম রতন এবং সংগঠনের বর্তমান সভাপতি ও প্রশিক্ষক আবৃত্তিশিল্পী ফজলে রাব্বী।
এছাড়া এদিন “৩ মাস মেয়াদি শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
আয়োজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক এইচ আলিম, মন্দিরা সাংস্কৃতিক পরিষদের পরিচালক ও সঙ্গীতশিল্পী আলমগীর কবির, আনন্দকণ্ঠের সভাপতি এ বি এম জিয়াউল হক বাবলা।
রজতজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন সরকারি আজিজুল হক কলেজের বিতর্ক সংগঠন পুণ্ড্র ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি জাহিদ হাসান, জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার সাধারণ সম্পাদক কবি সাদেক সোহাগ, এবং বগুড়া জেলা জাসাসের আহ্বায়ক ওয়াহিদ মুরাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শেখ মাসুকুর রহমান শিহাব।
রজতজয়ন্তীর এই আয়োজন শুধু সংগঠনের দুই যুগ পেরোনোর আনন্দকে ভাগ করে নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং আবৃত্তি শিল্পের প্রসার ও সাংস্কৃতিক চর্চার ধারাকে আরও সুদৃঢ় করার অঙ্গীকারও নতুন করে উচ্চারিত হয়েছে।