শাজাহানপুরে বারআঞ্জুলে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বগুড়ার শাজাহানপুর উপজেলার বারআঞ্জুল যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বারআঞ্জুল বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার।
বিএনপি নেতা নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আতিকুর রহমান, প্যালেন চেয়ারম্যান তাজুল ইসলাম তাজু, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহসিন আলী, যুগ্ম আহ্বায়ক রেজাউল, বিএনপি নেতা দেলোয়ার হোসেন ও তোরাব হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মুরাদ মেম্বার, উপজেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক আশিকুর রহমান, ফরহাদ হোসেন ও মমিন প্রমুখ।এছাড়াও বারআঞ্জুল যুব উন্নয়ন সংগঠনের আব্দুল কাইয়ুম, সবজি, আরাফাত, জয়, রাসেল ও মাহিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি'র বক্তব্যে আবুল বাশার বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণদের প্রতিভা বিকাশ ও গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য রক্ষায় সহায়ক হবে।
উদ্বোধনী খেলাকে ঘিরে মাঠে ও এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
উত্তেজনাপূর্ণ উদ্বোধনী ম্যাচে পারতেখুর একতা যুব সংঘকে ২ গোলে পরাজিত করে জয় লাভ করে নয়মাইল স্পোর্টিং ক্লাব।