পোরশায় কৃষকের জমির ধান বিষাক্ত কীটনাশক দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নওগাঁর পোরশায় কৃষকের দেড় বিঘা জমির আউশ ধান কীটনাশক স্প্রে করে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার নিতপুর ইউপির শ্রীকৃষ্নপুর গ্রামে।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাতের অন্ধকারে দুর্বৃত্তরা স্থানীয় কৃষক সিরাজুল ইসলামের জমিতে বিষাক্ত কীটনাশক স্প্রে করে। এতে জমিতে থাকা আউশ ধান পুড়িয়ে যায়।
জমির মালিক কুলাডাঙ্গা শ্রীকৃষ্নপুর গ্রামের মৃত সাবুরুদ্দীনের ছেলে সিরাজুল ইসলাম জানান, শ্রীকৃষ্নপুর মৌজায় ১৯৭৮সালে তার বাবা স্থানীয় এক ব্যাক্তির নিকট থেকে ৫০শতাংশ জমি ক্রয় করেন। সেই সময় থেকে আজ পর্যন্ত তারা ঐ জমি ভোগ দখল করে আসছেন। তার বাবার মৃত্যুর পর থেকে তিনি ওয়ারিশ সূত্রে মালিক হয়ে ভোগ দখল করে আসছেন। ঐ জমিতে প্রতিবছর আউশ ও বোরো ধান এবং সরিষা ও গম চাষাবাদ করে তিনি প্রায় লক্ষাধীক টাকা আয় করেন। চলতি মৌসুমে তিনি আউশ ধান রোপন করেছিলেন। কিন্তু হঠাৎ গতকাল দিবাগত রাতে দুর্বৃত্তরা তার ক্ষেতে বিষাক্ত কীটনাশক স্প্রে করে আউশ ধান পুড়িয়ে দিয়েছে। তিনি আরও জানান, চলতি বছরের মার্চ মাসে তার ঐ জমিতে বোরো ধানের বীজতলায় এবং ফেব্রুয়ারী মাসে একই জমিতে চাষ করা গমের উপর বিষাক্ত কীটনাশক স্প্রে করে পুড়িয়ে দিয়েছিল দুর্বৃত্তরা। এতে তার প্রায় দেড় লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে। আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য দৃর্বৃত্তরা এগুলো করছে বলে তিনি মনে করছেন। তিনি এ ব্যাপারে মামলা করার প্রস্ততি নিচ্ছেন বলে জানান।
লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান।