সৈয়দপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলেন ৭০০ রোগী

নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ইকু গ্রুপের সহযোগিতায় গত শনিবার স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলা চত্বরে ওই চক্ষু ক্যাম্পটির আয়োজন করে। মরিয়ম চক্ষু হাসপাতালের বাস্তবায়নে সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৭০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এছাড়াও ১২০ রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়।
এর আগে সকালে চক্ষু চিকিৎসা ও ছানি অপারশেন ক্যাম্পটির শুভ উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী। এতে স্বাগত বক্তব্য রাখেন আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শিল্প পরিবার ইকু গ্রুপের প্রধান নির্বাহী (সিইও) মো. ইরফান আলম ইকু। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মরিয়ম চক্ষু হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক জাকির হোসেন, ব্যবস্থাপক মো. আহসানুজ্জামান, চিকিৎসক মুরাদ ইবনে হাফিজ, লিমন সরকার, সাংবাদিক এম আর আলম ঝন্টু ও ফাউন্ডেশেনের সদস্য সচিব নওশাদ আনসারী প্রমুখ।
হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সামিউল, রাজা, রাব্বি, আলাউদ্দিন, শিশির, আনন্দ, রাজা প্রমুখ।
বিশেষজ্ঞ চিকিৎসকরা ক্যাম্পে আগত চক্ষু রোগীদের চোখ পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেন। এছাড়াও চক্ষু রোগীদের বিনামূল্যে চশমা ও ওষুধ পত্র প্রদান করা হয়েছে।
ওই চক্ষু ক্যাম্পে ৭০০ চক্ষু রোগীকে চোখের চিকিৎসা সেবা দেয়া হয়েছে। সেই সঙ্গে ছানি অপারেশনের জন্য ১২০ রোগীকে নির্বাচন করা হয়। এ সব রোগীদের আলহাজ¦ কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের সহযোগিতায় পর্যায়ক্রমে চোখের ছানি অপারেশন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও শিল্প পরিবার ইকু গ্রুপের প্রধান নির্বাহী (সিইও) ইরফান আলম ইকু জানান, এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার পর থেকে অসহায় দুস্থ মানুষকে অর্থ সহায়তা, শাড়ি-কাপড় বিতরণ ও গরিব রোগীদের চিকিৎসা সহায়তা দিয়ে আসছে। আগামীতে তাদের আরও বড় ধরণের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প করার পরিকল্পনায় রয়েছে বলে জানান তিনি।