শাজাহানপুরে বিএনপি নেতাকর্মীদের কবর জিয়ারত করলেন সাবেক এমপি-লালু
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু গতকাল মঙ্গলবার বগুড়ার শাজাহানপুরের নিহত ও প্রয়াত বিএনপি নেতাকর্মীদের কবর জিয়ারত করেছেন।
এ সময় তিনি তাঁদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন।
প্রয়াতদের মধ্যে ছিলেন চাঁদবাড়িয়া গ্রামের উপজেলা জিয়া পরিষদের সভাপতি ও দরগাহাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোস্তাফিজার রহমান মোস্তাকের পিতা মরহুম মফিজ উদ্দিন, সাজপুরের মাঝিড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য দুলাল হোসেনের পিতা মরহুম মকবুল হোসেন ফকির, আমরুল শৈলধুকরি গ্রামের বিএনপি নেতা মরহুম মোস্তাফিজ ও আমরুল ডেমাজানী দক্ষিণ পাড়ার বিএনপি নেতা মরহুম ফুল মাহমুদ ফুলাল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান (ভারঃ) আবুল বাশার,উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান নিলু,সদস্য শফিকুল ইসলাম শফিক,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আমরুল ইউপি সাবেক চেয়ারম্যান আসদুজ্জামান অটল,সাবেক জেলা যুবনেতা শফিকুল ইসলাম শফিক,চোপীনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইমরান হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক আমিনুর রহমান,উপজেলা জিয়া পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাফিজার রহমান মোস্তাক,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান,রেজাউল করিম রেজা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসান আলী আকন্দ,উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দিনব্যাপী বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে নিহত,প্রায়ত ও অসুস্থ নেতাকর্মীদের পরিবারের খোঁজখবর নেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ