সৈয়দপুরে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা গ্রীষ্মকালীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

নীলফামারীর সৈয়দপুরে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে। সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ওই প্রতিযোগিতার আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে সৈয়দপুর মিনি স্টেডিয়ামে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উদ্বোধন করে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক।
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির সহ- সম্পাদক ও উপজেলার বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আজিজুল বারি বসুনিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি মো. লুৎফর রহমান চৌধুরী, অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম, অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব, অধ্যক্ষ শেখ মো. একরামুল হক, সুপার মো. রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ্ সরকার, প্রধান শিক্ষক মো.নাজমুল হক, প্রধান শিক্ষক মো. সামসুল হক, জগদীশ চন্দ্র রায়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার প্রথম দিনে গতকাল ফুটবল (বালক-বালিকা), হ্যান্ডবল (বালক-বালিকা) ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও আগামী ২৪ সেপ্টেম্বর সাঁতার ও দাবা প্রতিযোগিতা শহরের পুরাতন বাবুপাড়াস্থ ইন্টারন্যাশানল স্কুল অনুষ্ঠিত হবে।
আগামী ২৪ সেপ্টেম্বর ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর চূড়ান্ত, এবং সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।