শাজাহানপুরে খামারিদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপনী

প্রাণি পুষ্টির উন্নয়নে “উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্প” এর আওতায় বগুড়ার শাজাহানপুরে খামারিদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ২টায় উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাইফুর রহমান।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ফিরোজ আহমেদ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মো. তারেক হাসান ও সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডা. সাধনা রাণী রায়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২০ জন খামারিদের উন্নত জাতের ঘাস চাষ, প্রাণিপুষ্টি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া
১২ মে, ২০১৯
১৪ মে, ২০১৯
১৪ মে, ২০১৯