রাণীনগরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নওগাঁর রাণীনগরে মাদক মামলার দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বুলেট সরদারকে (৪০) গ্রেফতার করেছে থানাপুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত বুলেট সরদার উপজেলার খট্টেশ্বর গ্রামের ফুলচাঁন মিয়ার ছেলে।
রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান জানান, গত ১৪ মে বিজ্ঞ আদালত বুলেট সরদারকে মাদক মামলায় দেড় বছরের সাজা প্রদান করে। সেই সাথে আরও তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারদন্ড প্রদান করে। এরপর থেকেই বুলেট পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে খট্টেশ্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ
১৮ মে, ২০১৯
২৩ মে, ২০১৯
২৫ মে, ২০১৯