রাণীনগরে বাড়ি থেকে ৬ ভরি স্বর্ণালঙ্কার চুরি

নওগাঁর রাণীনগরে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির সবাই হরিবাসর দেখতে যাওয়ার সুযোগে চোরেরা আলমারির ড্রয়ার ভেঙ্গে প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে। বুধবার উপজেলা সদরের খট্রেশ্বর নাপিতপাড়া গ্রামের সুজিত সরকারের বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সুজিত সরকার জানান, বুধবার দুপুরে পরিবারের সবাই পার্শ্ববতী নিজামপুর গ্রামে হরিবাসর দেখতে যান। পরে বিকেলে বাড়ি ফিরে দেখতে পান বাড়ির মধ্যে আলমারির কয়েকটি ড্রয়ার ভেঙ্গে চোরেরা প্রায় ৬ ভরি স্বর্ণের গহনা চুরি করে নিয়ে গেছে। বাড়ির মেইন গেট তালাবদ্ধ ছিল। হয়তো চোরেরা বাড়ি সংলগ্ন কাঁঠাল গাছ বয়ে বাড়ির মধ্যে প্রবেশ করেছিল। এ ঘটনায় বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে স্বর্ণালঙ্কার উদ্ধার সহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।