মৎস্য সম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন আত্রাইয়ে অবৈধ সুতিজাল উচ্ছেদ অভিযান

নওগাঁর আত্রাই উপজেলায় প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান চালানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত কাশিয়াবাড়ী খালে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলার ভুঁপাড়া ইউনিয়নের লাগবাড়ি ও জাম গ্রাম দিয়ে প্রবাহিত কাশিয়াবাড়ী খালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সুতিজাল পেতে মাছ শিকারের অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযানে এসব অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক মোবাইল কোর্ট পরিচালনা করেন। এতে আত্রাই থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক বলেন—
“অবৈধভাবে সুতিজাল বসিয়ে মাছ শিকার জলজ প্রাণী ও পরিবেশের জন্য ক্ষতিকর। খালের প্রজনন ক্ষেত্র নষ্ট হয়ে যায়। তাই এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।”
আত্রাই উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. মাকসুদুর রহমান জানান—“কাশিয়াবাড়ী খালে সুতিজাল দিয়ে মাছ শিকারের খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। ভবিষ্যতে কেউ যেন অবৈধভাবে মাছ শিকার করতে না পারে, সে বিষয়ে নজরদারি জোরদার করা হবে।”
বাংলাদেশে মৎস্য সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে অবৈধ সুতিজাল অন্যতম বড় হুমকি। এই জালের কারণে মাছের প্রজনন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়।
দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির ঝুঁকিতে পড়ে।
তাই সরকার নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করছে। স্থানীয়দেরও সচেতন হয়ে অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা।
আত্রাইয়ে পরিচালিত এ বিশেষ অভিযানে কাশিয়াবাড়ী খালকে অবৈধ সুতিজালমুক্ত করা হয়েছে। প্রশাসনের এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মৎস্য বিশেষজ্ঞরা মনে করেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে দেশের মৎস্য সম্পদ রক্ষা সম্ভব হবে।