শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বগুড়ায় স্বর্ণগ্রামের নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

বগুড়ায় আর্ত মানবতার সংগঠন স্বর্ণগ্রামের উদ্যোগে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারো ৩ শতাধিক মানুষের মাঝে শারদ উপহারস্বরূপ নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সদরের সাবগ্রাম দক্ষিণপাড়া সংগঠনের নিজ কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়।
স্বর্ণগ্রামের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র প্রবাসী অভিরাম রায়ের পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে এবছর সকলের হাতে এই উপহার তুলে দেন বগুড়া পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রোটারিয়ান সঞ্জীব প্রসাদ জয়সোয়াল। এসময় তিনি প্রতিবছর স্বর্ণগ্রামের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, ধর্ম, বর্ণ, নির্বিশেষে প্রতিটি উৎসবের আনন্দ একে অপরের সাথে ভাগ করে নেয়ার মাঝেই প্রকৃত প্রশান্তি মেলে। আত্মীয়-স্বজন কিংবা প্রতিবেশী কাউকে খারাপ রেখে নিজে একা ভালো থাকা যায় না। যুক্তরাষ্ট্রে থেকেও প্রতিবছর নিজ গ্রামের অসহায় মানুষের কথা ভেবে অভিরাম রায় প্রতিবছর যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তা সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয়। যে ইতিবাচক ধারা আগামীতে অব্যাহত রাখতে তার পক্ষ থেকেও সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।
স্বর্ণগ্রামের সভাপতি নূর আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বিগত দিনের নানা কার্যক্রম তুলে ধরে আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্বর্ণগ্রামের সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুর আহমেদ মুক্ত’র সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সালেহ নয়ন, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাইয়ুম সরকার এবং সারিয়াকান্দি গণকপাড়া কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন স্বর্ণগ্রামের উপদেষ্টা বিজয় রায়, অর্থ সম্পাদক লক্ষণ রায়, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সদস্যবৃন্দ আসাদুল রহমান, রাজ্জাক প্রমুখ।
আয়োজন প্রসঙ্গে স্বর্ণগ্রামের সংশ্লিষ্টরা জানান, তারা প্রতিবছর অভিরাম রায়ের পৃষ্ঠপোষকতায় ঈদুল ফিতর, দূর্গাপূজা এবং শীতে নিজেদের সাধ্যমত বস্ত্র ও নগদ অর্থ বিতরণের উদ্যোগ নিয়ে থাকেন। এছাড়াও এবছর তাদের সংগঠনের উদ্যোগে ১৬ জন শিক্ষার্থীকে তারা শিক্ষাবৃত্তি প্রদান করেছেন যার মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রতিমাসের বেতন তারা পরিশোধ করে থাকেন। তারা বর্তমানে এই শিক্ষাবৃত্তি কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।