কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক শ্রমিকের আত্নহত্যা

শনিবার রাত পৌনে ১০ টার দিকে বগুড়ার কাহালুর বীরকেদার এ বি সি টাইলস মিলের শাকিল (২০) নামক এক শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।
শাকিল বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হাজারকি গ্রামের হযরত আলীর পুত্র। জানা যায়, শাকিল এ বি সি টাইলস মিলের শ্রমিকদের থাকার ডেপুইল গ্রামস্থ টাইলস মিলের বিন্ডিং এ থাকতো। রাতে শ্রমিকদের থাকার বিন্ডিং এর ৪ তলায় সিলিং ফ্যানের সাথে লাইলনের রশি দ্বারা গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।
তার সহকর্মিরা দরজা বন্ধ দেখে ডাকাডাকি করলে দরজা না খোলায় থানা পুলিশে খবর দেন। কাহালু থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: কাহালু
১৩ মে, ২০১৯
১৬ মে, ২০১৯