আদমদীঘিতে খাদ্যবান্ধবের ১২০ বস্তা চাল জব্দ ঘটনায় ডিলারের বিরুদ্ধে মামলা

বগুড়ার আদমদীঘিতে সরকারি খাদ্যবান্ধব কর্মসুচীর চাল পাচারের চেষ্টা ও অবৈধ ভাবে গুদামে মজুত রাখায় ১২০ বস্তা চাল জব্দ ঘটনায় আদমদীঘি সদরের ডিলার শাহিদা বেগমের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদমদীঘি উপজেলা খাদ্য পরিদর্শক ও সদর এলএসডি গুদামের ইনচার্জ ইসমাইল হোসেন বাদি হয়ে আদমদীঘি সদর ইউনিয়নের শিবপুর গ্রামের দুলাল হোসেন প্রামানিকের স্ত্রী খাদ্যবান্ধব কর্মসুচীর ডিলার শাহিদা বেগমের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানাযায়, খাদ্যবান্ধব কর্মসুচির ডিলার শাহিদা বেগম কার্ডধারি ভোক্তাদের ১৫ টাকা কেজি দরে চাল না দিয়ে আত্মসাতের উদ্দেশ্যে গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুম্মার নামাজের সময় আদমদীঘি সদর থেকে মুরইল বাজারে দুইটি অটোরিক্সা ভ্যান গাড়ী যোগে পাচারের সময় জনতা ৩৪ বস্তা চাল আমদদীঘি হাসপাতালের সামনে আটক করে। পরে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা চাল গুলো জব্দ করেন। এরপর তিনি আদমদীঘি পশ্চিম বাজার তালুকদার কমপ্লেক্স-এ অবস্থিত খাদ্যবান্ধব কর্মসুচীর ডিলার শাহিদা বেগমের ভাড়া গুদাম ঘর তল্লাশি করে আরো সরকারি খাদ্যবান্ধব লেখা ৫১ বস্তা ও প্লাষ্টিকের খোলা ৩৫ বস্তার রাখা চালসহ মোট ১২০ বস্তা চাল জব্দ করে গুদাম ঘর সিলগালা করেন। জব্দ করা মোট চালের পরিমান ৫,৮৩০ মেট্রিক টন। খাদ্য বিভাগের প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট ডিলার ভোক্তাদের চাল না দিয়ে পাচারের চেষ্টা ও অবৈধ ভাবে গুদামে বিপুল পরিমান চাল মজুত রাখা বিষয় প্রমানিত হওয়ায় এই মামলা দায়ের করা হয় বলে আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার আবুল বাসার জানান। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেন।