শেরপুরে শাহবন্দেগী ইউপিতে নতুন প্রশাসক, নাগরিক সেবা আবার চালু
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে চেয়ারম্যানের সাময়িক বরখাস্তের পর স্থবির হয়ে পড়েছিল শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের কার্যক্রম। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এই পদক্ষেপের ফলে সেবা নিতে আসা মানুষ ফিরে গিয়েছিলেন খালি হাতে। ২৭টি গ্রাম ও ৩৩,০০০-এর বেশি ভোটারের এই ইউনিয়নের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করেন ইউপি সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা। তার দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে ইউনিয়ন পরিষদে ফিরে আসে প্রাণচাঞ্চল্য।
প্রশাসকের যোগদানের পর জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদসহ সব ধরনের সেবা পুনরায় চালু হয়েছে। স্থানীয় ৩৩,০০০-এর বেশি ভোটার এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। শুধু সেবাই নয়, সরকারের চলমান উন্নয়ন প্রকল্পগুলোতেও নতুন গতি আসবে বলে আশাবাদী স্থানীয়রা।

শেরপুর প্রতিনিধি