আদমদীঘির প্রবীণ সমাজসেবক জামাল খানের ইন্তেকাল
বগুড়ার আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামের প্রবীণ সমাজসেবক জামাল উদ্দিন খান (৬৪) ইন্তেকাল করেছেন। গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি---রাজিউন)। তিনি বিয়ে না করে চির কুমার ছিলেন। সে দীর্ঘদিন যাবত ডায়াবেটিক রোগে আক্রান্ত ছিলেন। গত মঙ্গলবার রাতে তার নিজ বাড়িতে অসুস্থ্য হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে বুধবার ইন্তেকাল করেন। জামাল উদ্দিন খানের মৃত্যুতে আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সহ-সভাপতি গোলাম মোস্তফা, বেনজীর রহমান, সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সহ-সম্পাদক হেদায়েতুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক আবু মুত্তালিব মতি, সিনিয়র সাংবাদিক মিহির সরকার, আনোয়ার হোসাইন, মোমিন খান, মিজানুর রহমান, শ্রমিক নেতা আব্দুর রহিম মন্ডল শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতিসমবেদনা জ্ঞাপন ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ