সৈয়দপুরে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা গ্রীষ্মকালীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নীলফামারীর সৈয়দপুরে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সৈয়দপুর মিনি স্টেডিয়ামে সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ওই অনুষ্ঠানের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদ ইশরাক।
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতি সৈয়দপুর উপজেলার শখার সহ- সম্পাদক ও বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আজিজুল বারি বসুনিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শেষে ফুটবল (বালক-বালিকা), হ্যান্ডবল (বালক-বালিকা), কাবাডি (বালক-বালিকা) দাবা (বালক-বালিকা) ও সাঁতার প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতি ও সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদ ইশরাক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ফুটবল (বালক) খেলায় লক্ষণপুর স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন এবং কয়াগোলাহাট স্কুল এন্ড কলেজ দল রানার্স-আপ হয়েছে। আর ফুটবল(বালিকা) আইসঢাল খিয়ারপাড়া আলিম ও ভোকেশনাল মাদ্রাসা দল চ্যাম্পিয়ন ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজ দল রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।
এ সময় অন্যান্যদের মধ্যে অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী মো. মাসুম, প্রধান শিক্ষক মো. খালেকুজ্জামান, অধ্যক্ষ মাওলানা মো. আফজাল বিন নাজির, প্রধান শিক্ষক কাজী রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মো. আব্দুল জব্বার, প্রধান শিক্ষক মো. নাজমুল হক, প্রধান শিক্ষক মো. সামসুল হক, জগদীশ চন্দ্র রায়, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আমিনুর রহমান, সিনিয়র শিক্ষক নুর মোহাম্মদসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর সকালে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: