সৈয়দপুরে খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অনগ্রসর ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ
নীলফামারীর সৈয়দপুরে খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে এক লাখ টাকা বিতরণ করা হয়েছে। পারফরমেন্স বেজড গ্র্যাস্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস্ (পিবিজিএসআই) স্কীমের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে মেধার ভিত্তিতে অনগ্রসর ও বিশেষ চাহিদা সম্পন্ন ২০ শিক্ষার্থীদের মাঝে ওই অর্থ প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে শিক্ষা প্রতিষ্ঠানের মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই অর্থ বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন।
খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের সহকারী প্রধানশিক্ষক মো. আতাউর রহমানের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় অভিভাবক মো. আজহারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ষষ্ঠ থেকে দশম শ্রেণির পর্যন্ত প্রতিটি শ্রেণির চারজন করে মোট ২০ জন শিক্ষার্থীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে সর্বমোট এক লাখ টাকা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানের সুধীজন মো. ফারুক হোসেন লেবুসহ খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: