শাজাহানপুরে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৫ পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাইফুর রহমান। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম দুদু প্রামাণিক এর সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহীন সানি, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম ও মাঝিরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস ছালাম, জাহাঙ্গীর আলম, লোকমান, শিক্ষা অনুরাগী তালেবুল, সোবহান, শ্রমিকদল নেতা বাবলু মন্ডলসহ অন্যান্য অভিভাবক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
বক্তারা শিক্ষার্থীদের কৃতিত্বকে স্বীকৃতি জানিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ