কোন অশুভ শক্তি আমাদের সম্প্রীতির বন্ধন ভাঙ্গতে পারবে না

বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আমিনুল ইসলাম বলেছেন, বাংলাদেশের মানুষ ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে মনের আনন্দে সকল উৎসব ভাগাভাগি করে নেয়, তার সবচেয়ে বড় উদাহরণ শারদীয় দুর্গোৎসব। এখানে হিন্দু মুসলিম বলে কোন ভেদাভেদ নেই। আমরা সকলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। কোন অশুভ শক্তি আমাদের এ বন্ধন ভাঙ্গতে পারবে না। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে সৈয়দপুরে রানু এগ্রো ইন্ডাস্ট্রি ও শ্যামলী সিটি গ্রুপের নিজস্ব ব্যবস্থাপনায় নির্মিত দৃষ্টিনন্দন শারদীয় দুর্গা পূজামন্ডপ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের সামনে তিনি এসব কথা বলেন। সুশৃঙ্খল পরিবেশে পূজামণ্ডপের সার্বিক আয়োজন দেখে রানু এগ্রো ইন্ডাস্ট্রি ও শ্যামলী সিটি গ্রুপের ভূয়সী প্রশংসা করে বলেন আমি সত্যিই অভিভূত। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণ প্রমাণ করেছে আমরা একে অপরের পরম আত্মীয়।
পুলিশের উপ মহাপরিদর্শক আমিনুল ইসলাম আরও বলেন, শারদীয় দুর্গাপূজার উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে আমরা বদ্ধপরিকর। কোন অপশক্তি যাতে উৎসবে ব্যাঘাত ঘটাতে না পারে সেজন্য পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনী সর্বদা সজাগ রয়েছে। প্রতিটি পূজামণ্ডপ ও আশেপাশের এলাকাগুলোতে ব্যাপক নজরদারি করা হচ্ছে।
গণমাধ্যমকর্মীদের দায়িত্ব পালনের প্রশংসা করে তিনি বলেন, তাদের বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ হলে আমরা অনেক কিছু জানতে পারি। একই সঙ্গে তাদের মাধ্যমে সমাজের অনেক অসঙ্গতিসহ অন্যায় অপকর্মের তথ্য পেয়ে থাকি। এজন্য তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
বিশেষ করে এত সুন্দর আয়োজন এবং সম্প্রীতির সৌহার্দপূর্ণ পরিবেশ দেখে রানু এগ্রো ইন্ডাস্ট্রি ও শ্যামলী সিটি গ্রুপের সকলকে অভিনন্দন জানান।
এ সময় নীলফামারী জেলা পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আ. ওয়াদুদ, ট্রাফিক বিভাগের শহর ও যানবাহন পরিদর্শক মাহফুজুল আলমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) আমিনুল ইসলাম কামারপুকুরে রানু এগ্রো ইন্ডাস্ট্রির নিজস্ব ব্যবস্থাপনায় পূজামণ্ডপে পৌছুলে পাটপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রানু এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড এবং রঙীন ঢেউটিন উৎপাদনের প্রতিষ্ঠান শ্যামলী সিটি গ্রুপের চেয়ারম্যান সুশীল কুমার দাস এবং ম্যানেজিং ডাইরেক্টর সুশান্ত কুমার দাস প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে বরণ করে নেন। এসময় তারা রানু এগ্রো ইন্ডাস্ট্রি এবং শ্যামলী সিটি গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে ডিআইজি মো. আমিনুল ইসলাম সৈয়দপুর কেন্দ্রীয় দুর্গা পূজামন্ডপ পরিদর্শনে যান। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান, সৈয়দপুর দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি রাজকুমার পোদ্দার রাজু, ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার আহবায়ক ও সৈয়দপুর জেলা বিএনপির সহ সভাপতি সুমিত কুমার আগরওয়ালা (নিক্কি)। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু সহ পূজা উদযাপন কমিটি ও হিন্দু কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। সেখানে তিনি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সার্বিক নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন।