বগুড়ায় মানবাধিকার রক্ষা কমীর্দের তথ্য অধিকার নিয়ে প্রশিক্ষণ
--30.9_.2025_.jpg)
বগুড়ায় জেলা ও উপজেলা পর্যায়ের মানবাধিকার রক্ষা কমিটির কর্মীদের দক্ষতা উন্নয়নে তথ্য অধিকার ও গণতান্ত্রিক সংলাপ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় পল্লীশ্রীর শাখা কার্যালয়ে দুইদিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার সকালে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
দুই দিনের প্রশিক্ষণে প্রশিক্ষণের তথ্য অধিকার, গণতান্ত্রিক সংলাপ নিয়ে আলোচনা, তথ্য প্রাপ্তির বিষয়ে সচেতনমুলক নাটিকা ও হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। তথ্য পাওয়ার সরকারি আবেদন ফরম বিষয়ে নাগরিকদের সচেতন করতে নানা তথ্য তুলে ধরা হয়। প্রশিক্ষণে তথ্য ও গণতান্ত্রিক সংলাপ নিয়ে দলীয় কাজ ও আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীদের তথ্য সমৃদ্ধ করা হয়।
এছাড়া প্রশিক্ষণে নাগরিকদের মানবাধিকার রক্ষায় করনীয়, নাগরিক অধিকার, সুশাসন, নারী ও পুরুষের বৈষম্য দূর করণে করনীয় বিষয়েও আলোচনা করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে দেশের প্রান্তিকজনগোষ্ঠির মানবাধিকার বিষয়ে সচেতন করে গড়ে তোলর বিষয়েও তুলে ধরা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র বাস্তবায়নে ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় হোপ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মশালায় বগুড়া, সোনাতলা, শিবগঞ্জ উপজেলার মানবাধিকার কর্মীগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন পল্লীশ্রীর প্রকল্প এর প্রকল্প সমন্বয়কারি মাহমুদ মানিক, এরিয়া কো অর্ডিনেটর তাইবাতুন নেহার, ফিল্ড ফ্যাসিলিটেটর দেলোয়ার হোসেন।