শাজাহানপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ করলেন সাবেক এমপি লালু

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনি উপজেলার মাদলা, মাঝিড়া ও খরনা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন। এসময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের হাতে বস্ত্র তুলে দেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বাশার, উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, আমরুল ইউপি’র সাবেক চেয়ারম্যান আসদুজ্জামান অটল, খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক উজ্জ্বল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, বিএনপি নেতা তমেজ উদ্দিন, মহসিন আলী, তাজুল ইসলাম তাজু প্রমুখ নেতৃবৃন্দ।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে নেতৃবৃন্দ বলেন, শারদীয় দুর্গাপূজা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বড় উৎসব। এই উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘনভাবে সম্পন্ন করতে বিএনপি সর্বদা সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে।