দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই, হিন্দু-মুসলিম ভাই ভাই -----------এস এম মোয়াজ্জেম হোসেন চান্দু

দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই মন্তব্য করে আত্রাই উপজেলার ১ নং সাহাগোলা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও আত্রাই থানা বিএনপির সদস্য এসএম মোয়াজ্জেম হোসেন চান্দু বলেছেন, দুর্গাপূজায় বিএনপি'র হিন্দু সম্প্রদায়ের পাশে আছে। কেননা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন যাতে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। তিনি দলের প্রত্যেকটি নেতাকর্মীকে হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থেকে সহযোগিতা করতে বলেছেন। সারা দেশে আমাদের দলের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে ধর্মীয় উৎসবকে আরও আনন্দমুখর করতে চাই।
উপজেলার বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সবাই একটা কথা মনে রাখবেন দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই। হিন্দু-মুসলিম ভাই ভাই। ধর্ম যার যার বাংলাদেশ সবার। আমরা সবাই বাংলাদেশি, সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। সেজন্য সবাই মিলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক,আব্দুল হাই লিটন,ইউনিয়ন বিএনপির নেতা মোজাহার, সাহাগোলা ওর্য়াড বিএনপির নেতা মিজানুর রহমান মিজান, সাহাগোলা ইউনিয়ন কৃষক দলের সাধারণত সম্পাদক এনামুল হক, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানসহ স্থানীয় বিএনপির সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।