সৈয়দপুরে সতীর্থ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মঞ্চস্থ হলো নাটক অথঃ স্বর্গ বিচিত্রা

দীর্ঘদিন পর হলেও নীলফামারীর সৈয়দপুরে অথঃ স্বর্গ বিচিত্রা নাটক মঞ্চস্থ হয়েছে। গত শুক্রবার (৩ অক্টোবর) রাত ৯ টায় সতীর্থ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সৈয়দপুর নামের একটি সংগঠনের এর ব্যানারে ওই নাটকটি মঞ্চস্থ হয়। শহরের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর রেলওয়ে মর্তুজা ইনস্টিটিউটে মঞ্চায়িত নাটকটি মঞ্চায়িত হয়েছে। রাজনৈতিক ব্যঙ্গাত্মক ওই নাটকটি শহরের নানা বয়সী ও পেশার দেড় শতাধিক নাট্যপ্রেমী দর্শক উপস্থিত থেকে উপভোগ করেন। মূলত মঞ্চ নাটকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নাটকটি মঞ্চস্থ করেছে সংঠনটি। এটি ছিল তাদের পঞ্চম প্রযোজনা।
রাধারমণ ঘোষের লেখায় নাটকটির নির্দেশনা দিয়েছেন সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সদস্য আমিরুল বাপ্পি।
নাটকটি অভিনয় করেছেন সতীর্থ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের জ্যেষ্ঠ সদস্য গোলাম রুবায়েদ মিন্টু, কামরুজ্জামান শাওন, সারোয়ার রহমান, সায়মা পারভীন রুহি, তানভীর, শরিফুল ইসলাম সাজু, মিজানুর রহমান মিজান ও মো. লাবিব।
রাজনৈতিক ব্যঙ্গ নিয়ে লেখা নাটকটিতে মূল বক্তব্য ছিল, ক্ষমতা চিরস্থায়ী নয়। ন্যায়ের পথে না থাকলে নিজের মানুষেরাও এক সময় ছেড়ে চলে যায়।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয়কারীরা জানান, দীর্ঘদিন পর নাটক মঞ্চস্থ করতে পেরে আনন্দিত তারা।
নাটকটি উপভোগ করতে আসা বাংলাদেশ উদীচী শিল্পি গোষ্ঠী সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক কুমার অপু বিশ্বাস বলেন, প্রায় দেড়শ’ বছর পুরোনো এই মিলনায়তনে দর্শকরা খুঁজে পেয়েছে মঞ্চ নাটকের হারিয়ে যাওয়া ঐতিহ্য। ডিজিটাল প্লাটফর্মের যুগে এই ধরণের আয়োজন আরো বেশি বেশি মঞ্চস্থ হওয়া প্রয়োজন।
নাটকটির নির্দেশক আমিরুল বাপ্পি বলেন, নির্দিষ্ট কোন লক্ষ্য নয়। নিখাদ বিনোদনের জন্যই এই নাটক। তবে, নাটকের মধ্যে যে বার্তা রয়েছে তা নিজেরা ধারণ করতে পারলে সমাজে অনেকখানি পরিবর্তন সম্ভব।
আয়োজক সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সাধারণ ইকবাল হোসেন জানান, সমাজ পরিবর্তনে কিছুটা ভুমিকা রাখতে চায় এই সংগঠনটি। এই ধরণের প্রযোজনা ভবিষ্যতে আরো করা হবে বলেও জানান তিনি।