শাজাহানপুর রিপোর্টার্স সোসাইটির আত্মপ্রকাশ

বগুড়ার শাজাহানপুরে স্থানীয় সাংবাদিকদের সংগঠন ‘শাজাহানপুর রিপোর্টার্স সোসাইটি’ এর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১০ টায় মাঝিড়া ইসলামী ব্যাংক সংলগ্ন সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় সংগঠনটির উদ্বোধন ও কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সভায় সংগঠনের ২৩ জন সদস্যের সর্বসম্মতিতে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সংবাদ বুলেটিনের সহ-সম্পাদক ও নিউজ জি অনলাইন পত্রিকার জেলা প্রতিনিধি এস এ সবুজ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সংগ্রাম ও দৈনিক সাতমাথা পত্রিকার উপজেলা প্রতিনিধি গোলাম আজম।
এ ছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাইন উদ্দীন (সাপ্তাহিক গণরায়), যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম (দৈনিক মানবকণ্ঠ), অফিস সম্পাদক তৌফিক এলাহী (দৈনিক দেশের কণ্ঠ), অর্থ সম্পাদক মহিউস সাইয়েদ পাশা (আলোকিত দর্পণ), ক্রীড়া সম্পাদক ওরাসাতুল মোস্তফা সোহাগ (প্রজন্ম নিউজ) ও প্রচার সম্পাদক আল ইমরান (প্রত্যাশা প্রতিদিন)।
কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে আব্দুর রহিম (দৈনিক বায়েজিদ), আব্দুল্লাহ আল মামুন (ঢাকা ভয়েস), তাইবুর রহমান (দেশ বুলেটিন) নির্বাচিত হয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সোনার দেশ ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মোকলেছুর রহমান মুকুল এবং শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান।
উদ্বোধনী সভায় বক্তারা বলেন, “শাজাহানপুর রিপোর্টার্স সোসাইটি স্থানীয় সাংবাদিকদের অধিকার রক্ষা, কল্যাণমূলক কর্মকাণ্ড এবং পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করবে। এ সংগঠন হবে সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আলোকবর্তিকা।”
নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের মধ্যে ঐক্য বজায় রেখে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।