পার্বতীপুর সৈয়দপুর মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১

পার্বতীপুর সৈয়দপুর মহাসড়কে মাইক্রোবাস ও ট্যাংলরি সংঘর্ষে এক মহিলার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে , আহত হয়েছেন এক জন।
আজ রোববার ৫ সেপ্টেম্বর সড়কের ১ং বেলাইচন্ডি ইউনিয়নের বান্নিরঘাট ও জাকেরগঞ্জের মধ্যবর্তী পেট্রোল পাম্পের নিকট দুপুর ১ টা ২৫ মিনিটে সৈয়দপুর থেকে পার্বতীপুর মুখী যাত্রীবাহী মাইক্রোবাস ঢাকা মেট্রো চ১৫-৮৪২৫ পেট্রোল পাম্পের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তেল বোঝাই ট্যাংলরি ওভারটেক করার সময় মুখোমুখি সংঘর্ষে কাঞ্চনবালা (৬৫) নামে এক মহিলা ঘটনাস্হলে মারা যায় এবং সিরাজউদ্দীন (৮০) গুরুতর আহত হয়। আহত সিরাজউদ্দীনকে দ্রুত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত কাঞ্চন বিবি পার্শ্ববর্তী খানসামা উপজেলার হাশিমপুর গ্রামের বাসিন্দা। নিহতর আত্নীয় স্বজনের কোন অভিযোগ না থাকায় তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যান।
পার্বতীপুর মডেল থানার এস আই ফজলুল হক জানান পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাস উদ্ধার করে থানায় নিয়ে আসে, ট্যাংকলরী ড্রাইভার পালাতক রয়েছে।