নন্দীগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ও ভোটকেন্দ্রে যাবার পাঁচটি রাস্তার বেহাল দশা; ভোগান্তিতে এলাকাবাসী

বগুড়ার নন্দীগ্রামে গ্রামীণ পাঁচটি রাস্তার বেহাল দশা হওয়ার কারণে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। সারেজমিনে গিয়ে দেখা যায়, ১নং বুড়ইল ইউনিয়নের রিধইল নামক একটি বৃহৎ গ্রামের পাঁচটি গ্রামীণ রাস্তার কিছু কিছু অংশের বেহাল দশায় পরিণত হয়েছে। উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ওই গ্রামে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি বড় মাদ্রাসা এছাড়াও রয়েছে ভোটকেন্দ্র। অথচ ওই পাঁচটি রাস্তার কারণে থমকে আছে গ্রামটির সার্বিক উন্নয়ন। তাই দ্রুতই এই জনগুরুত্বপূর্ণ গ্রামীণ পাঁচটি রাস্তার আধুনিকায়ণ করতে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন গ্রামের হাজার হাজার বাসিন্দা।
জানা যায়, নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অর্ন্তভুক্ত রিধইল গ্রামটি কয়েকটি অংশে বিভক্ত। ওই রাস্তা গুলো অর্ধেক ইট দ্বারা সলিং ও অর্ধেক মাটির রাস্তা হওয়ার কারণে ওই রাস্তা গুলো দিয়ে শুষ্ক মৌসুমে কোন মতে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে খানাখন্দক ভরে যায় বৃষ্টির পানিতে। তখন দেখে বোঝার উপায় থাকে না যে এটি রাস্তা নাকি ফসলের জমি। রাস্তার বেহাল দশার কারণে ছোট ছোট গ্রামীণ বাহন গন্তব্যস্থলে যেতে চায় না। ফলে ওই গ্রামের কৃষক থেকে শুরু করে সকল শ্রেণির মানুষদের উৎপাদিত কৃষি পণ্যগুলো কম দামে নিজ এলাকাতেই বিক্রি করতে হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে চলাচলের সময় রাস্তার গর্তের পানিতে পড়ে গিয়ে ছোট ছোট শিক্ষার্থীদের কাঁদায় লুটোপুটি খেতে হয়। এছাড়া ওই গ্রামে চারটি রাস্তায় কিছু কিছু অংশে রাস্তায় ইট বিছানো থাকলেও বহু বছর মেরামত কিংবা সংস্কার না করার কারণে রাস্তার কোথাও কোথাও ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই রাস্তা গুলো বেহাল দশার কারণে বর্ষা মৌসুমের পুরো সময় ধরেই ভয়ে শিক্ষার্থীরা ঠিকমতো প্রতিষ্ঠানে যেতে চায় না। ওই গ্রামের প্রধান প্রধান পাঁচটি রাস্তা থাকলেও সেগুলো চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়াও ওই গ্রামটিতে ভোটকেন্দ্র রয়েছে। সেই ভোট কেন্দ্রে যেতে গেলেও কাঁদা পানি মারিয়ে তারপরে যেতে হয়। স্কুল মাদ্রাসা ও ভোটকেন্দ্রের একমাত্র প্রধান রাস্তাটি অত্যন্ত খারাপ হওয়ায় ভোটের সময় ভোটাররা ঠিকমত ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতেও পারে না। বিগত দিনে প্রশাসনিক কর্মকর্তারা রাস্তাটি সংস্কারের বিষয়ে আমলে নিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। আসছে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জনবহুল এই গুরুত্বপূর্ণ রাস্তা গুলো সংস্কার না করা হলে ভোট কেন্দ্রে যাওয়ার চরম বিপর্যয় দেখা দিতে পারে। এছাড়াও বর্ষা মৌসুমে পাঁচটি রাস্তা অত্যন্ত খারাপ হওয়ায় চরম দুর্ভোগকে সঙ্গি করে প্রতিনিয়তই কষ্টের মধ্যদিয়ে এই পাঁচটি গ্রামীণ রাস্তা দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন ওই এলাকাবাসীরা। রিধইল গ্রামের মসজিদ পাড়ার কৃষক জামাল হোসেন বলেন, স্থায়ী ভাবে এই গ্রামে দুই থেকে তিন হাজার মানুষের বসবাস। রাস্তাগুলো অত্যন্ত খারাপ হওয়ার কারণে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা মাদ্রাসা ও স্কুলে যেতে পারছে না। এছাড়াও আমরা কৃষকরা ফসল ফলিয়ে বাজারে গিয়ে যে ন্যায্য মূল্যে বিক্রয় করব, রাস্তার কারণে সেটিও করতে পারি না তাই অল্প দামে গ্রামেই বিক্রয় করতে হয়। অতি দ্রুত রাস্তা গুলো সংস্কার করা প্রয়োজন। এ বিষয়ে কথা বললে ১নং বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, রাস্তা গুলির বরাদ্দ আসলে দ্রুত মেরামত করার ব্যবস্থা নেয়া হবে।