পার্বতীপুরে মাদক বিরোধী অভিযান, ইয়াবা-ট্যাপেন্টাডলসহ চারজন গ্রেপ্তার

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার রেলওয়ে এলাকার সাহেবপাড়ায় মাদক বিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবা ও ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দুই মাদকসেবীকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- রহমত হাসান বিপুল (৩৪) ও শ্রী সম্বু রায় (২৮)।
এছাড়া নিয়মিত মামলার আসামি হিসেবে আরও দুই জনকে আটক করা হয়েছে। তারা হলেন- কামরুজ্জামান (৪২) ও দুর্জয় (২৪)।
অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর
১৩ মে, ২০১৯
১৪ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৯ মে, ২০১৯
২৫ মে, ২০১৯